এখন আমার
নিজের ছায়াকেও ঘাতক মনে হয়।
মনে হয়
আমারই ছায়া রেকি করছে আমাকে,
যখন তখন শাণিত চাপাতি হাতে পিছন থেকে হামলে
পড়বে ঘাড়ের ওপর।
পাশের মানুষটিকে মনে হয় দুর্দান্ত চোরা শিকারী,
ল্যাম্পোস্টকে মনে হয়
দক্ষ নিশানাবাজ ; মধ্য রাতে তুলে নিয়ে গিয়ে
ক্রসফায়ার!
ঘরের বউকে মনে হয় ঘসেটি বেগম আর আমি
পলাশীতে পরাজিত!
সবজি বিক্রেতার দিকে তাকিয়ে থাকি গোয়েন্দার নিষ্ঠায়,
বাজারের ব্যাগে
মনে হয় ভর্তি ফিসফিসানির চাপা কণ্ঠ,
সংবাদ পাঠিকাকে মনে হয় পারঙ্গম বেতনভুক দণ্ড
ঘোষণাকারিণী।
ইদানীং পোষা বেড়ালটিকে মনে হয় বিকিয়ে গেছে পরান্নের বিনিময়ে।
এখন আমার
নিজের কণ্ঠকেও বড়ো অচেনা অশুভ লাগে,
মনে হয় কোন সংঘবদ্ধ সিন্ডিকেট
আমারই ভেতরে গোপনে বসিয়ে দিয়েছে আরেকটি
নজরদারি কণ্ঠস্বর।
ইদানীং মানুষের হাসিকে মনে হয় তীব্র শ্লেষ,
রাস্তার দু'পাশের গাছগুলোকে মনে হয় বাইনোকুলার দিয়ে
দেখছে আমার পদচিহ্ন,
চোখগুলোকে মনে হয় গোপন ক্যামেরা তাক করে আছে
আমার বোধের দিকে,
ফুলের আড়ালে লুকানো আছে চকচকে ছুরি!
ইদানীং আমার তোমাকে মন হয়
মেরুন লিপিস্টিকের পলেস্তারায় সযত্নে লুকিয়ে রেখেছো ভয়াবহ হেমলক!
বস্তুত এখন আমার সময়টাকেই হন্তারক মনে হয়!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> ঝালকাঠী।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> ৩১/০৮/১৫খ্রিঃ।।