ঘোর সংশয়
কাটে না বালিকা কী করে তোমাকে
ছুঁই?
ভুল করে যদি
ভুল বাসনাতে দুঃখকে আমি
থুই!
ভালোবাসা ভেবে
যক্ষুণি আমি ওষ্ঠের কাছে
যাই,
কণ্ঠের ঠিক
অন্তর্দেশে দ্বিধা এসে নেয়
ঠাঁই।
প্রণয় জ্ঞানে
যেইনা আমি লজ্জায় হাত
রাখি,
প্রণয় কোথায়, ওমা, এ যে দেখি দ্বন্ধের মাখামাখি !
দৃষ্টির ভ্রম
যদিবা ঘুচাই সন্দেহ লেগে
থাকে,
হাত বাড়ালেই
হাতে পাই তবু পাই না দুর্বিপাকে।
পূজো ভেবে আমি
হাতে রাখি যেই উর্বর কামনা
"করো কী! করো কী!
দ্বিধা এসে কয়
"ছাড়ো ছাড়ো, এ যে, পা! "
ছুঁতে গিয়ে তাই
বারবার আমি দ্বন্দ্বকে ছুঁয়ে
আসি,
তোমার চেয়েও তোমার দ্বিধাকে মনে হয় ভালোবাসি।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>১৬/০৮/১৫ খ্রিঃ।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>ঝালকাঠী।।