চোখের মধ্যে
দাঁড়িয়ে থাকলে কেমন করে
শুই
দিন মানিস না
রাত বুঝিস না তুইতো এমন
তুই
পোড়া চোখের
সামনা থেকে চুলগুলোকে
সরা
কাক-শালিকে খেল বুঝি আমার
পরম্পরা
বেলাজ মেয়ে
অমন করে বাঁধিসনে আর
খোপা
এ-দাগ কি আর ধুইতে পারে কামানন্দ ধোপা

সাবালিকা
আর মারিস না অমল ফুলের
ঘায়ে
বৈঠা গেলে
চড়বে কি কেউ আমার ভিঙি
নায়ে
মেঘবালিকা
হাত বাড়াসনে দূর থেকেই
ডাক
গেছেই যখন লাজের নেকাব ; দুর্নামটুকু থাক

ক্ষুধা দিয়ে
ছুঁইনা তোকে
তৃষ্ণা দিয়ে ধুই
সাবালিকে
সব কেড়েছিস তুইতো এমন তুই

.......................ঝালকাঠী।
          ১৩/০৬/১৫খ্রিঃ।।