ও মালিক
সবাইরে তুমি
বাড়ি দিলা বাড়ির মধ্যে ঘর দিলা
ঘরের মধ্যে নারী
আমারে দিলা চন্দ্রবিন্দু যতিচিহ্ন
দাঁড়ি
বাকবাকুম পায়রা দিলা
সবাইরে তুমি আয়না দিলা
লেইস-ফিতা-চুড়ি দিলা
অমলকান্তি শিশু দিলা
না চাইতেই প্রেম
আমার বেলায় তোমার কেন এত
প্রব্লেম
আমারে কী দিলা মালিক
আমারে কী দিলা
সবাইরে দিলা ময়না-টিয়া ; আমারে দিলা শালিক

সবাইরে তুমি দুঃখ দিছো
দুঃখ মোছার শাড়ি
চালে ডালে উনুন দিলা দরকারি
তরকারি
আমায় দিলা জলের সাথে জন্মাবধি
আড়ি
সবাইরে তুমি রুমাল দিলা
যাও পাখি উড়ে
আমার পাখি ওগো মালিক
খাইলো কি উন্দুরে
সবাইরে তুমি উঠোন দিলা
উঠোন ভরা রোদ
আমার চোখে তীব্র হল পথ-অবরোধ
আমারে কী দিলা মালিক
আমারে কী দিলা
সবাইরে দিলা ময়না-টিয়া ; আমারে দিলা শালিক


সবাইরে কত দান দিলা
পান-সুপারি-মান দিলা
কুসুম কুসুম প্রেম দিলা
মাথা রাখার বুক দিলা
বুকের মধ্য মধু
চুলের মধ্যে বিলি কাটার আঙুল
দিলা
ঝগড়া করার মানুষ দিলা
পথ চাওয়া চোখ
আমায় দিলা
মালিক তুমি কাব্য করার রোগ
আমারে কী দিলা মালিক
আমারে কী দিলা
ওগো মালিক
মরুক তোমার ময়না-টিয়া ; চাইনা আমার শালিক

## ঝালকাঠী।
২৩/০৫১৫খ্রিঃ।।