তোমাকে নগর দিলাম
নাগরিকা
যে নগরের সন্ধানে
তুমি একদিন অবদূত লঞ্চে চেপে ছেড়েছিলে
সন্ধ্যা পার
যে নগরের আরাধনায়
তুমি ভুলেছো পতঙ্গপ্রাণ পলিমাখা
শীতল বাতাস
তোমাকে সে নগর দিলাম ; তুমি ভালো থেকো আধুনিকা

তোমাকে নগর দিলাম
নাগরিক মরণ দিলাম
লোডশেডিং দিলাম
মশার উপদ্রব দিলাম
মিউনিসিপ্যালিটির অদক্ষতায় পড়ে থাকা
আবর্জনার দুর্গন্ধময়
নগর দিলাম
ট্রাফিক জ্যামে দমবন্ধ দুপুর বেলা
দিলাম
একাকী ব্যালকনিতে ঝুলন্ত একটি উদাস
বিকেল দিলাম
তোমাকে নগর দিলাম ; তুমি ভালো থেকো নাগরিকা

তোমাকে নাগরিক শুভেচ্ছা
দিলাম
একের পর এক চ্যানেল
পাল্টানো রিমোট হাতের অসহ্য মধ্যরাত্রির
দীর্ঘশ্বাস দিলাম
নাগরিক কৌটো থেকে কিনে আনা
ফর্মালিনযুক্ত
একঝুড়ি ভালোথাকা দিলাম
হাতির ঝিলে'র
ব্যথিত আকাশ দিলাম
তোমাকে নগর দিলাম ;তুমি ভালো থেকো নাগরিকা

তুমি ভালো থেকো নাগরিকা
ফার্মগেট টু
গুলিস্তানের গেটলক বাসের মতো
তুমি ভালো থেকো
ভালো থাকতে থাকতে তুমি
ডায়াবেটিকস হাসপাতালের টিকিট কেটো
ভালো থাকায় ভুগতে ভুগতে
রোজ রাত্তিরে  একমুঠো সিডেটিভ খেয়ে নিও

তোমাকে নগর দিলাম ; দিতে দিতে আমাকে সরিয়ে নিলাম

##ঝালকাঠী।
২৩/০৫/১৫ খ্রিঃ।।