তোমরা
যা খুশি হও
ডাক্তার হও সফটওয়্যার বিজ্ঞানী হও
রাজনীতিবিদ
তুখোড় মালদার বিজনেস ম্যাগনেট
অধ্যাপক
যা খুশি হও
একান্ত অনুগত স্বামী হও
সেকালের প্রেমপত্রের সম্ভাষণের
"ওহে, মোর আঁধারের আলো"
হও
পরকীয় প্রেমিক হও
অস্ত্রধারী ছিনতাইকারী
বেশ্যার খদ্দের হও
ঠিকাদার
ঠিকা ঝি যা খুশি হও
আমি জল হবো
আমি নৌকো হব
জল থেকে জলে বেদে নৌকোর মতো
আমি যাযাবরই হবো
তোমরা যা খুশি হও
যে কোন কচু হও
আমি জোছনার গা থেকে
দু' আঙুলে খুঁড়ে নেব একচিমটি জীবনের নুন
তোমরা
যেদিকে খুশি যাও
পূর্বে যাও পশ্চিমে যাও
ঈশান-র্নৈঋত যে পাতালে যেতে চাও যাও
আমি
এই বাদলগাছির জল ছেড়ে কোন
গর্তেই যাব না
আমি এখানেই আছি
এখানেই ছিলাম সেই কত প্রযুক্তিবিহীন
সকাল থেকে
না
আমি কোথাও যাবো না
স্বর্গে যাবো না নরকে যাবো না প্যারিস
সিংগাপুর
পুরীর সমুদ্র সৈকত কোন
চুলোয়ই যাবো না
পানশালায় যাবো না গণিকালয়ের
গলিপথে
মিছিলে শোকযাত্রায়
কোন বিগ্রহ মূর্তির কাছেও যাবো না
ডেটিংয়ে যাবো না
আর্ট ফিল্ম দেখতে মধুমিতায় যাবো না
বেইলি রোডে নাটক পাড়ায়
না
আমি কোথাও যাবো না
তোমদের
যেদিকে খুশি যাও
আমি এই বাদলগাছির কূলে রোদে রোদে পেতেছি শয্যা
আমি
এই বাদলগাছির কূলে রয়ে যাবো
দোয়েলের শিস হয়ে
মাছরাঙার ঠোঁটে জল থেকে ছোঁ মেরে
আলগোছে
তুলে নেব একটি কোমল ঢেউ
টোকা মেরে
রোদ থেকে ছিঁড়ে নেব সাতটি পালক
মেঘের মাস্তুল থেকে
ফুঁ দিয়ে নামাবো বৃষ্টি
বিক্ষত চাঁদ আর রাত্রির মাঝামাঝি শুয়ে
লুটে নেব বীর্য সুখ
তোমরা যেদিকে দু'চোখ যায় যাও
আমি এই বাদলগাছির
কূলে চালে-ডালে চড়াবো উনুন
তুড়ি মেরে হাওয়া থেকে নামাবো শালিক
আমি এই পোড়া দু'চোখের ঝিনুকে বাদলগাছির জল ধরেছি
আমি আর কোথাও যাবো না
*** ঝালকাঠী।
১২/০৫/১৫খ্রিঃ
♣♣♣ প্রকাশিত এবং স্বত্ব সংরক্ষিত।।