যা/যা/ব/র/জি/য়া/
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
জাহাঙ্গীর স্যার
আমার সারা জীবনের সবচেয়ে
প্রিয় শিক্ষক
আমার মনে হতো
সারা দুনিয়ার সকল সারল্য তাঁর হাসিতে এসে
থমকে আছে
স্যার সবসময়ই বলতেন
ক্ষমা করে দে
ক্ষমা করলে একসময় নিজেকে ক্ষমা করতে শিখবি
তখন মানতে
না চাইলেও কী করে যেন
ক্ষমা করতে শিখে গেলাম শিল্পসম্মত ভাবে
অনেক কাকুতি-মিনতি
করে কেনা শখের কাঠের বন্দুকটা
ভাঙার দু'দিনের মাথায় ক্ষমা
করে দিয়েছিলাম বাল্যবন্ধু বাকিরকে
দিঘি'র উপমা হতে
পারল না বলে ক্ষমা করে দিয়েছি মাধুরী বসুর চোখ দু'টোকে
ক্ষমা করতে করতে
বুক থেকে ছিঁড়ে ফেলেছি সবক'টা
ঘাসফুল
প্রকাশ্য জনারণ্যে দ্রৌপদী'র
বিভিষিকাময় বস্ত্রহরণের প্রতিবাদকারী নারীকে
রাজার সেপাই
রাজপথেই যখন বানায় একালের
দ্রৌপদী
তখনও আপনার শেখানো মন্ত্রেই ক্ষমা করে দিচ্ছি স্যার
ক্ষমা করে দিচ্ছি
রাজপথকে
ক্ষমা করে দিচ্ছি
রাজদন্ডকে
ক্ষমা করে দিচ্ছি
আমাদের স্বার্থপর বেঁচে থাকার প্রতিটি
কামাক্রান্ত ব্যর্থ রাত্রির ক্লেদকে
ক্ষমা করে দিচ্ছি লালনের একতারা
রবীন্দ্র রচনাবলী আর
নজরুলের ঝাঁকড়া চুলের মহাকাব্যিক গোঁয়ার্তুমিকে
কেবল
কলম হাতে অথর্ব এই আমাকে
ক্ষমা করতে পারলাম না বলে ক্ষমা করে দিবেন স্যার
##১২/০৫/১৫খ্রিঃ
ঝালকাঠী।।