ফুটবে নেকী ফুল
স্বপন আখন্দ
ভুলগুলো সব ফুল করে নাও
আসছে সেরা ক্ষণ,
পাপের দিকে না তাকিয়ে
আমলে দাও মন ।
সুখের বার্তা নিয়ে এলো
মাহে রমাদান,
মমিন মনে সুখের জোয়ার
গায়ছে সবাই গান ।
গোনাহ মাফের বসন্তে আজ
ফুটবে নেকী ফুল,
রোজার রাখার মধ্য দিয়ে
গুজবে মন্দ ভুল ।
(০৩-০৩-২০২৫ ইং) দৈনিক সকালের বাণী পত্রিকায় প্রকাশিত কবিতা ।