আজ বিধ্বস্ত জীবনীশক্তি,
রৌদ্রস্নানিত প্রকৃতি।
ভোরবেলা জ্বলন্ত অগ্নিপিন্ড,
ছাই করে লন্ড খন্ড।
আঁখি বারিতে ভারী,
আকুলতায় হাঁড়ি।
বিষাদতার হাতছানি,
প্রেম-সাগরে ডুবি।
প্রেমেতে হইওনা মানব মগ্ন,
মন্দন হইবে অবাস্তব, অযুগ্ম।
মায়াবী মনে আকৃষ্ট,
জীবন তাহাতেই বিশ্লিষ্ট।
হায়রে নিষ্পাপ প্রাণ!
পাবে কি প্রয়সীর ত্রাণ!
জীবনযাত্রা তাহাতেই সাধিত
সাধনায় কি আর লুঠিত?