কলিতে কলিতে মুক্তি চাইয়া
মুক্তি মিল্ল না কলিকালে,
হইয়া আছে রোগ তাহা
প্রতিষেধক বানাইতে পারিলোনা বংশপুরুষে।

ব্যর্থ জীবন, ব্যর্থ আমি
করিলাম শেষমেশ তাহাই,
আজ আমি লখাইয়ের বাবা
ছিলাম এক কালে নিজে লখাই।

মঞ্জরীতে অঙ্ক কষলে
মিলে তাহা পূর্বপুরুষের সনে,
ব্যর্থ চিন্তায় ব্যর্থ আমি
এবার মন দিলাম তাই সংসারে।