বিন্দু, নেই কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা
এটি নয় কোনো এক সরলরেখা,
তবে আছে তার শত ক্ষমতা।

বিন্দু ঘিরে হয় কত সরল আর বক্ররেখার সৃষ্টি
বিন্দুতে বিন্দুতে ঝরে পড়ে বৃষ্টি,
বিন্দু যে সৃষ্টিকর্তার এক অদ্ভুত রকমের সৃষ্টি।

বিন্দুতে তৈরি শক্তিশালী ধুমকেতু
বিন্দুতে বিন্দুতে তৈরি ইন্দু,
বিন্দু ছাড়া নেই কোনো কিছু।

পৃথিবী নিজে বিন্দু হতে বৃত্ত
বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়ে আছে অনন্ত,
বিন্দু ক্ষুদ্র বলে নয় তুচ্ছ, শুধু সে থাকে নিজের মতো।