বৃষ্টি পড়ে আজ
ফোটায় ফোটায়,
ফুটফুটে মেয়েটা
ভিজে কত না মজা পায়!!

তার এক রাশ হাসি দেখে
মুগ্ধতায় ভরে যাই,
তার মিষ্টি কণ্ঠের চিৎকার
বারবার শুনতে চাই।

তার পায়ে নূপুরের শব্দ,
সাথে বারি ঝড়া,
তার সাথে মেয়েটির কিলকিলে হাসি
সব মিলিয়ে চমৎকার দৃশ্য!!    

অপূর্ব, সুন্দর প্রকৃতি,
আর ঝড়ে পড়া বিন্দু বিন্দু বারিতে,
এক সাধারণ মেয়ে
হয়ে গেলো অসাধারণ।      

মেয়েটা আজ খুব খুশি
মুখে তার হাসি রাশি রাশি,
তাই ভাবি নাম দিই কী.....?
হঠাৎ মনে হলো এ যে বারি নন্দিনী।