প্রভাতের তমশা কেটে
পুব আকাশে রবি উকিঁ দেয়
ভানু মোর সালাম পাই
সর্বদিবস পাবো সুখ এই আশায়।
তপন আলোয় বিলীন হয়
প্রাতঃকালীন সব ধোঁয়াশা
মোর জীবনের সকল অভিলাষ
গ্রাস করে দুঃখ; দিয়ে দুরাশা।

সুখের সন্ধানে ক্লান্ত আমি
ফিরে যায় মোর নীড়ে
সুখের পাখি হঠাৎ করে
হারায় দুঃখের ভিড়ে।
দুঃখ এখন নিত্য সাথী
পিছু ছাড়েনা মোরে
চতুর্দিকে দুঃখের রাজত্ব
অক্টোপাসের মত ধরে ঘিরে।

ভাগ্যহত পথিক আমি
ঘুরি এ বাটে ও বাটে
পথে-প্রান্তরে সুখের খোঁজে
দিবস আমার কাটে।
ক্লান্ত শ্রান্ত হয়ে আমি
অবশেষে ফিরি রাতে
ঘুমের মাঝে হঠাৎ দেখি
সুখ পাখি মোর হাতে।

স্বপ্ন ভেঙ্গে উঠে দেখি
সবকিছুই ছিলো মিছে
দেখি উঠে সুখেরা কাঁদে
দুঃখরা শুধু নাচে।
রজনী দ্বি-প্রহরে নিদ্রার নেত্রে
হৃদয়ের জীর্ন কুটিরে দেখি হায়
দুঃখ ভরা হৃদয় মোর
সুখের কোন চিহ্ন নাই।

হৃদয়ে দুটি দেয়াল এঁকে দেখি
দুঃখ দাগে দুঃখ দেয়াল পূর্ন
সুখের অভাবে সুখ দেয়াল
ভেঙ্গে হয়েছে চূর্ণ।
দুঃখভারে আজ খুব কাতর
হয়েছে সুখের দেয়াল
দুঃখ দাগে তেমনি ভরে গেছে
মোর হৃদয়ের দুঃখ দেয়াল।