চৈত্র মাসেই গায় গীত
জলের তরে ভাই
ফেটে চৌচির মাটির বুক
জলের ঝারা চাই।
পক্ষীকুল হাহাকারে মাতে
একটু জলের শোকে
পল্লব পত্র মিলিয়ে যায়
তপ্ত মাটির বুকে।
আল্লা পানি দে সুরে
গেয়ে পল্লী নর-নারী
এই আশাতেই গুনে দিন
যদি ঝরে একটু বারি।
কর্দমাক্ত যুবকের হাহাকার
চৈত্রের খর দুপুরে
ভিজাতে মত করে উচাটন
ঝিরিঝিরি বৃষ্টির নুপুরে।
কলসি লয়ে বউ ঝিয়েরা
যাবে পদ্মার তীরে
চারদিকে বৃষ্টির বেগ
ধরবে যখন ঘিরে।
ঝপঝপিয়ে আয়রে বৃষ্টি
আয়রে ধেয়ে আয়
আয় ছেলেরা আয় মেয়েরা
চৈত্রের গান গায়।