মুঠো ভর্তি করে জ্বলজ্বলে রোদ
এনেছিলাম সূর্যের কাছ থেকে
মুঠো খুলে দেখি শূণ্য সবই
রোদ গেছে হারিয়ে মুঠো শুন্য রেখে।
কোথাও নেই কোন অস্তিত্ব
আর নেই কোথাও তার ছায়া।
সবই অদৃশ্য মরিচিকা তার
শুধুই নিঃসঙ্গ কায়া।
চমকিত ঝলসিত বাহু মেলি
প্রদীপ্ত শানিত তেজ
করিছে লীলা নেই অপেক্ষা
এই ধরারই মেজ।
প্রভাতের রবি উঠিলে পুবে
অলংকৃত হয় পৃথিবী
থাকবে এভাবে চলবে একই
সৃষ্টির পতন অবধি।
ভানুর উদয়-অস্ত পুব ও পশ্চিমে
পৃথিবীর নিয়ম মেনে।
সব ভুলে যায় কর্ম কি মোদের
আমরা সবই জেনে।
নশ্বর হবে এই পৃথিবী
থাকবেনা তো আর কেহ
কর্মে তুমি থাকবে বেঁচে
নশ্বর শুধু দেহ।
ওরে মানব কিসের এত গর্ব
তোমার দেহ আর সম্পদে,
দেহ খাবে পোকে
আর সম্পদ খাবে লোকে।
নিঃস্বার্থ নিবেদিত হতে হলে
সূর্যকে দেখে শেখো
জীবন ও প্রকৃতির শিক্ষা নিয়ে
সকলে ভালো থেকো।