"পেঁয়াজের ঝাঁঝ"
জাহিরুল মিলন
বাংলাদেশে হয়েছে ২৫০
সীমানা পার পেঁয়াজের ঝাঁঝ
আনন্দে মাতো খুশির খবর
সাজো সবাই রব রব সাজ সাজ।
চোখে আর আসেনা জল
পেঁয়াজ ছিলতে গেলে
আসে জল টলমল
পেঁয়াজের বাজারে এলে।
সঙ্গী ছিল রসুনের পেঁয়াজ
এখন তার কদর কত
বাজারে তার বহুত ব্যাপার
দাম চাচ্ছে যে পারে যত।
পেঁয়াজের কোন চিন্তা নেই
আছে সে মজায় বেশ
জানেনা জনগণ কমবে কবে
থাকবে কতদিন এর রেষ।
আমদানি কম পেঁয়াজের বাজারে
দিচ্ছে সবাই দোহায়
মন্ত্রী মশাই ভাবছে বসে
তিনিই নাকি সহায়।
কমবে দাম কিনবো তবে
এই আশায় বসে থাকি
ভাবছি আবার পেঁয়াজ খাওয়া
ছেড়ে দেবো নাকি?