বাংলা আমার মায়ের ভাষা
আমার মায়ের কোল
এই ভাষাতেই বাঁচার আশা
প্রথম ফোটা বোল।

বাংলায় কাঁদি বাংলায় হাসি
সুখ দুঃখের এই মনে
বাংলায় মরি বাংলায় বাঁচি
শক্তি যোগায় প্রাণে।

এই ভাষাতেই লিখন লিখি
এই ভাষা মোদের স্পন্দন
এই ভাষাতেই আঁকিবুঁকি
একই সুতার বন্ধন।

কত ছেলে জীবন দিলো হেসে
এই বাংলা ভাষারই তরে
এই বুকে তারা থাকবে বেঁচে
হারাবেনা; যাবেনা কভূ দুরে।

বাংলা আমার বলার ভাষা
বাংলায় বাধি সুর
মায়ের মুখে বাংলা খাসা
লাগে কতনা সুমধুর।

বাংলা আমার বুকের ভিতরে
যতনে রোপিত বর্ণমালা
অ আ নিহিত আমার অন্তরে
করে সাত রঙা রামধনুর খেলা।

প্রস্ফুটিত বাংলা ফুলে ফলে আজ
সমৃদ্ধ আজ পৃথিবীর বুকে
একদা বিশ্বে করিবে রাজ
ঘুমায়ে থাক সূর্য সন্তানেরা সুখে।

আছে হৃদয়ে থাকবে চিরকাল
গর্বিত মোদের করে
ছড়িবে বাংলা দেখিবে মহাকাল
এই পৃথিবীর পরে।  

সাহসী সন্তানেরা রক্ত দিয়ে
দিয়েছে বর্ণমালা মুড়ে
বিস্তৃত হোক তাদের অবদান
থাকুক মন মন্দির জুড়ে।