জন্ম থেকে উড়ছি আমি
যাইতে চাই ঐ গগন ভেদী
নীল আকাশে ডানা মেলি
তেপান্তরের বাধা ছেদি।
ভর করে মোর দুটি ডানা
হারিয়ে যাবার নেইকো মানা
ভ্যূলোক কিংবা দ্যূলোক,
ইচ্ছে খুশি সেথা যায়
শুন্যে শুধু ভাসি ভাই
তাকিয়ে দেখি ত্রিলোক।
সবুজ কচি ক্ষেতের পরে
বসি যখন দুপা মেলে
পূলকিত হয় দেহ আমার
নতুনত্ব মনে পুরাতনকে ঠেলে।
কুড়ে ঘরে সুখে দুঃখে
বাঁচি নিয়ে আশা বুকে
দিনযে কাটে বেশ,
পেলে মোরা একসাথে খায়
না পেলে করিনা হায় হায়
অটুট তবু ভালবাসার রেষ।