গ্রীষ্মের ঝাঁঝালো প্রখর দুপুরে
বায়সের কর্কশ ধ্বনিতে
রজনীগন্ধা ফুলের সুবাসে
কাঁঠালের মৌ মৌ গন্ধে
আমি খুঁজি শুধু তোমাকে।
বর্ষার ঘনঘটা কালো নীরদে
বকের সারিবদ্ধ চলার মাঝে
কলমিতলার দুলনিতে
সুরের তালে ঝরঝর বৃষ্টিতে
আমি খুঁজি শুধু তোমাকে।
শরতের মন ভোলানে শুভ্র গগনে
চড়ুইয়ের কিচির মিচির রাগে
নদীর ধার শোভিত কাশফুলে
ঝিকিমিকি আলোর ঝিলিকে
আমি খুঁজি শুধু তোমাকে।
হেমন্তের উৎসবে মাখা নবান্নে
বৌ কথা কও পাখির ডাকে
রক্ত জবার সদ্য কুঁড়িতে
সোনালি ফসলে কৃষকের হাসিতে
আমি খুঁজি শুধু তোমাকে।
শীতের শিশির ভেজা ঘাসে
দোয়েলের সুমধুর তানে
ছড়িয়ে পল্লব পলাশের বনে
শিশির সিক্ত কুয়াসার চাদরে
আমি খুঁজি শুধু তোমাকে।
বসন্তের মৃদু-মন্দ মলয়ে
কোকিলের মোহিত কুহুতানে
শিমুলের রক্তিম আভাতে
বিস্তৃত আমের মুকুলে
আমি খুঁজি শুধু তোমাকে।