পৃথিবীর কোন ঘেঁষে অমানিশার চাঁদ
উঁকি দেয় নীল দিগন্তে
মাঝে মাঝে হাসতে চায়
তোমার কাছ থেকে কান্না লোকাতে।
যতই বলি আমি ভাল আছি, সুখে আছি
দেখি রোজ স্বপ্ন ঘুমের মাঝে
হাজারো অনুভূতি হামাগুড়ি দেয়
আমার অধর কোণে।
সেতো অলিক বোঝে কজন,
ভাবে কজন আর গভীর আবেশে
পথের পানে চেয়ে
দিন পার করে কজন।
আমি তো হারিয়েছি সব আজ
সবুজের বুক চিরে এক চিলতে হাসিমাখা মুখ
মিলিয়ে যায় ধোয়া ধোয়া স্মৃতিপটে
সুখ স্মৃতি হারিয়ে যায় বেদনা মাখা অশ্রুর তলে।
সেই তো জানে যে ভাবে, যে বোঝে
যে চেয়ে চেয়ে শুকিয়ে ফেলেছে অশ্রু কণা
শক্ত হয়েছে হৃদয় কোন ভেবে ভেবে
সেই বোঝে যার যায় সেই বোঝে যার হারায়।