কেনো মোরে পিছু ডাকো?
মিনতি আমার রাখো
ডেকোনা আর তুমি পিছু
আর কি হবে ডেকে
যে জীবন গেছে বেঁকে
আরও কি চাইবার আছে কিছু?
ছাড়ো মোরে ছাড়ো
হাত কেনো তুমি ধরো?
দেবারতো নাই কিছু আর
নয়ন ভেজাও কেন কেঁদে?
হাসো আজ আহলাদে
মিছে কাঁদার কি দরকার?
যে জীবন পূর্ণ বিষে
কেঁদে কি হবে শেষে?
হাত ছেড়ে কাজে মন দাও
আমিতো পথের পথিক
ইচ্ছে হয় যাই সেদিক
নিঃস্বের কাছে তবে কি চাও?
তুমিইতো ঠেলেছো মোরে এ পথে
তবে কেন এসেছো ফিরে পেতে?
আরো কি বেদনা দেয়া দরকার?
মদের বোতল হাতে আমিতো আছি সুখে
কোন স্বপ্ন আর বাসা বাধেনা বুকে
তবু কেন স্বপ্ন দেখাও আবার?
আমারতো আর কিছু নেই হায়!
কি আজ বলো দেবো তোমায়?
সবইতো নিয়েছো উজাড় করে
পেয়েছো যা; নিয়েছো বুকে তুলে
নিয়েছো সবই;শুধু আমায় ফেলে
সবই পেয়েছো রাখনি কিছু আমার তরে।
জীবন সাজানোর সময়কালে
হৃদয়টাকে ভেঙ্গে পঙ্গু করে দিলে
তবু কিছু বলিনি; ভেবেছি এ নিয়তি
বিষাদে ভরিয়েছো সুখের জীবন
ভেঙে দিয়েছো মোর সরল মন
ভাঙ্গা মন জোড়া দিতে তবে কেন এই মিনতি?