তুমি কি জীবনানন্দের বনলতা সেন
নাকি তার অমর সৃজন নীলাঞ্জনা
তোমার বদন মোর নয়নে ভাসে কেন
কিছুতেই তোমাকে ভুলতে পারিনা।
প্রথম দেখার সেই ছবি
বিধে আছে মোর মনের গহীনে
তাইতো আজ বনে গেছি কবি
মনের রঙিন ক্যানভাসে আছো তুমি গোপনে।
কোথা থেকে জানি কি হয়ে গেলো
পারিনি কিছু বুঝিতে
এই মন তোমাতে কি খুঁজে পেলো
পারিনি কিছু ভাবিতে।
মনের অজান্তে আমি তোমায়
ফেলেছি আজ ভালোবেসে
তোমার মনের কোনায়
ঠাঁই দাও মোর কাছে এসে।
তোমার মাঝে আজ
হারিয়ে গেছি আমি
করো নাকো কোন লাজ
ভালোবেসে হৃদয়ে ঠাঁই দাও তুমি।
ভালোবেসে রচিবো প্রেম কাব্য
দুজনে বাধিবো সুখের বাসা
জাগিবে মনে প্রেম নাব্য
দুজনের মিটিবে মনের আশা।
যদি ভালোবাসো মোরে
চলে এসো মোর কাছে
সর্বমন ঊজাড় করে
বসে রইলাম তোমার আষে।