ঝরঝর বৃষ্টিতে পুলকিত মন
বিদ্যুত চিৎকারে ভূ-তল কম্পন।
দুলয়িত ধানক্ষেত তরুলতা বৃক্ষ
ছলছল কান্নায় জলাকার অক্ষ।
লুটে পড়ে তরুদল ভূতলশায়ী
জলকণা ঝরে পড়ে আকাশবায়ী।
মনোকষ্ট নিয়ে ঝরে যায় মেঘ
কান্নায় জোর দেয় সাথে পবনবেগ।
কষ্টরা রুপ নেয় ফোটা ফোটা অশ্রু
নেমে আসে ভূমিতে বেগবান খস্রু।
এত জল টলমল আসে কেন আকাশ বায়
ভেবে ভেবে সারা হই শেষ নাহি হয়।
দূর পানে চেয়ে দেখি সারাটা শুভ্র
কুয়াশার চাদরে মেঘ যেন ধূম্র।
মেঘে মেঘে ছেয়ে গেছে আকাশের কিনার
দূরপথে তালগাছ যেন কোন মিনার।
ঝিমিয়ে গেছে জবুথবু ধরনীর রেষ
হয়েছে শুরু জানিনা এ কান্নার হবে কখন শেষ।
জলাকার বেয়ে নামে ফোটা ফোটা পান্না
জল সেতো নয় এযে আকাশের কান্না।