প্রকৃতি জানান দিলো বসন্ত এসে গেছে
ফুলের মৌ মৌ সুরভি তাই চারিদিকে মিশে আছে।
কুঞ্জবনে দুলিছে পুষ্প খেলিছে প্রজাপতি
সোনালী সকাল ঝিকিমিকি রোদ বাড়িয়ে ভানুর জ্যোতি।
শিমুল পলাশ সেজেছে আহা নব নব সাজে
মোহিত হৃদয় বিরহী শীত করুন তানে বাজে।
মাঠ-প্রান্তর লোকালয়ে হিমেল হাওয়া বয়
কিচিরমিচির পক্ষী দেয় গায়ে পরিচয়।
নব পল্লবে শোভিত বৃক্ষ প্রতি শাঁখে শাঁখে
উর্মি দোলে তুফান তুলে শান্ত নদীর বাঁকে।
বসন্তের সুর সুমধুর স্বরে শোনো ঐ কোকিলে
মৌ মৌ ঘ্রাণে ভরেছে বাগিচা আম্রশাঁখের মূকুলে।
শীত নিয়েছে বিদায় এসেছে বসন্তরাজ
তবুও দেখি হিমেল শীতের বিদায়ী দুঃখী ভাজ।
মাঘের শেষে ফাগুন মাসে গেয়ে বসন্ত গীত
মজবুত করে স্নেহ, ভালোবাসা আর সম্প্রীতির ভীত।
বসন্ত শুভেচ্ছা সকলের তরে নব নব উদ্যমে
দুঃখকর স্মৃতি যাক হারিয়ে বসন্ত আগমনে।
পুরাতনকে পিছনে ফেলে আসবে ফিরে নতুন
দুঃখ কষ্টকে দুরে রেখে উড়বে শান্তি কেতন।