রক্তিম আভা বিচ্ছুরিত প্রভা
উদিত ধরনী পরে
বিলিয়ে রশ্মি দলিয়ে ভস্মি
রহে দিনমান ধরে।
স্নিগ্ধ ভাদর কুয়াশার চাদর
রাত্রিজল করে ম্লান
মেঘাত্যয় আকাশ মৃদুমন্দ বাতাস
দেখে প্রকৃতির সূর্যস্নান।
প্রাণচাঞ্চল্য আনে পক্ষী কুঞ্জবনে
বাড়িয়ে কাকলিধ্বনি
পরিবেশ নির্মল সিক্ত দূর্বাদল
অন্তর্হিত শিশিরস্নাত মনি।
কচি ধানের শীষ দুলে অহর্নিশ
পবনের তালে তালে
খেলিছে কিরন বিচ্ছুরিত ধরন
মহা জাগতিক খেয়ালে।
বিহগ ঝাঁকে ঝাঁকে নব বৃক্ষ শাখে
গাহিছে মধুর সুরে
প্রভাতী রবি আঁকিছে রঙিন ছবি
গগন চিত্তে দুর থেকে দুরে।
বর্নিল সাজে পৃথিবীর মাঝে
সেজেছে সকালের রং
ছড়িয়ে রঙিন ছটা আনন্দে ঘনঘটা
এ সকালেরই সহজাত ঢং।