আসিছে ভাসিয়া সানাইয়ের সুর বিয়ে বাড়ি হতে
মেহমান আসিয়াছে আজি ভোজসভায় যোগ দিতে।
আসিছে ভাসিয়া সুঘ্রান শুধু কোরমা পোলাও বিরানী
সবাই এসেছে বিয়ে বাড়ি বড় সাহেব ও কেরানি।
এসেছে জামাই সাথে আছে তার গাড়ি আর বরযাত্রী
থাকবে সবই পড়ে সাথে যাবে গাড়ি করে শুধু পাত্রী।
বরযাত্রী হাসিছে আনন্দে; কাঁদিছে পাত্রীর পরিবার
মেয়ের বিহনে কাঁদিবে সকলে করিবে তারা হাহাকার।
সব বাঁধন ছেড়ে অবশেষে কন্যা যাবে স্বামীর বাড়ি
পরবে গায়ে সোনার গহনা আর বেনারশী লাল শাড়ি।
নতুন বউয়ের রুপের আলোয় আলোকিত হবে ঘর
তাঁহার গুনে মুগ্ধ হবে বাড়ির সকল নারী-নর।
সকলের ভালোবাসা পাবে সে যে গিয়ে স্বামীর ঘরে
আদর সোহাগ করবে তখন সেই স্বামীরই তরে।
কাজ দিয়ে করবে জয় স্বামীর বাড়ির মন
সবকিছু ভুলে ভাববে একদা এরাই আপনজন।
দূরে রবে মা-বাবা তার দূরে ভাই-বোন
সবাইকে সে করিবে পর এই পরিবার তার এখন।
গুনে রুপে ভরিয়ো মন মন্দ বলেনা যেন কেউ
মহাসুখে থাকবে দেখো এই যে নতুন বউ।