বন্ধুরা সব হারিয়ে গেছে
বন্ধুরা সব হারিয়ে গেছে কালের তলে স্মৃতির ঘোরে
যখন প্রথম স্কুলে যাওয়া
বুঝিনি বন্ধু কি, কাকে, কেন, কেমন করে?

বন্ধুরা সব হারিয়ে গেছে
বন্ধুরা সব হারিয়ে গেছে পার্থিব খেলনা লয়ে হাতে
প্রাথমিকে বন্ধু অনেক মনে পড়ে গুটি কয়েক
আর আজ সবই গেছে পাতে।

বন্ধুরা সব হারিয়ে গেছে
বন্ধুরা সব হারিয়ে গেছে বাস্তবতায় ভুলের ছলে
মাধ্যমিকের বন্ধু ছিল সবচে কাছের সবচে আপন
তবে এখন সবই গেছে ভুলে।

বন্ধুরা সব হারিয়ে গেছে
বন্ধুরা সব হারিয়ে গেছে ভুলে স্নেহ আর ভালবাসা
মহাবিদ্যালয়ের বন্ধুরা আজ জীবন থেকে দুরে
পাইনা তাদের ফিরে পাবার আশা।

বন্ধুরা সব হারিয়ে গেছে
বন্ধুরা সব হারিয়ে গেছে শত অনিচ্ছুক কাজের ভীড়ে
বিশ্ববিদ্যালয় স্মৃতির পটে বন্ধুরা গেছে চলে
বন্ধু তোদের কথা আজ খুব মনে পড়ে।

বন্ধুরা সব হারিয়ে গেছে
বন্ধুরা সব হারিয়ে গেছে ব্যস্ত স্রোতে সংসারিতে
শিক্ষাশেষে এসেছে বাস্তবতা
তারা এখন কর্মজীবী ব্যস্তবাগীশ সকাল থেকে রাতে।

বন্ধুরা সব হারিয়ে গেছে
বন্ধুরা সব হারিয়ে গেছে তবু মনের পড়ে সবার
হারিয়ে যাওয়া সকল বন্ধু আর সেই মধুর ভালবাসা
চাই যে পেতে চাই ফিরে পেতে আবার।