ভোজন লালসায়
এস.এম.জহিরুল ইসলাম
হৃদয়ের বেদনা ঘোচানোর তৃষ্ণা নিয়ে
আজোও তোমাকে খুঁজে ফিরি,
তোমার ক্ষুদার আকুতি,
ভোজন লালসায় রাস্তায় নোংরা আর্বজনাকে স্পর্শ করা,
যন্ত্রনার তাড়নায় হৃদয় ব্যাতিত হয়,
হতাশায় আশা জাগে মনে
একদিন স্বাধীনতার আকাঙ্খা বাস্তব রূপ নিবেই।
চৈত্র্যের প্রখর রোদ্রে যখন পাখিরা
আপন মনে খাদ্যের সন্ধানে খুঁজে ফেরে,
আমি তখনও তোমাকে
খোলা আকাশের নীচে খুঁজি,
ওরা দেখে অবহেলায়, ঘৃনায় দুচোখ কপোলে উঠে
আকাশের পাখি গুলি নোংরা আবর্জনার কাছে,
ভয়ে আসে, ভাবে মানুষ তুমি বসে আছ।