তুমি যদি হও
এস এম জহিরুল ইসলাম
তুমি আমার চিরচেনা
তুমি আমার অজানা পথের দিশা,
তুমি আমার চেতনা
তোমার ভালোবাসা যেন রক্ত কনিকায় মিশা।
তুমি যদি আঁধার হও
তোমার ভালোবাসা হবে আলো,
তুমি ও তোমার ভালোবাসা যদি সাদা হয়,
ক্ষতি নেই যদি ধরিত্রীর সবকিছু হয় কালো।
তুমি যদি পাখি হও
তবে আমি হব নীল গগণ,
শীতের সকালে ঘাসের উপরে
স্নিগ্ধ শিশির যেমন।
একসাথে থাকব হৃদয়ে বাহুবন্ধনে
পাশাপাশি সমান্তরাল হয়ে,
সুখ, দু:খ, হাসি, কান্নায় থাকব
সাথী হয়ে জনম ভরে।
তুমি যদি নদী হও
আমি হব স্রোত,
কিনারায় নীড় বেঁধে গাইব
ভালবাসার গীত।
তুমি যদি হও বইয়ের পাতা
হতে পারি আমি তার লেখা,
দুজনের শত স্মৃতির কথা
শতবর্ষে পরেও পাঠক দেখবে স্মৃতির পটে আঁকা।
তুমিযদি বাগান হও
আমি হব তার ফুল,
মৌমাছিরা আসবে সেথায়,
মধু আহরণে সদায় থাকবে আকুল।
সবকিছুতেই বাঁচিয়া থাকব
সবার হৃদয়ে মনোমন্দিরে শয়নে স্বপনে,
কেউ জানবে না, কেউ দিবে না বাঁধা
দুটি মনের প্রেম চলবে রুধির ধারার মতো গোপনে।