স্বপ্নের ঢেউ ভাঙ্গে হৃদয় নদীতে
এস এম জহিরুল ইসলাম

আমি পথ চলতে ভয় পেয়ে
হঠাৎই মুখ থুবড়ে পড়ে থাকি
জীবন যৌবনের উত্তপ্ত লীলাভূমিতে,
ভয়ে শব খানি শীতল হয়ে পড়ে
স্বপ্নের সাগর পাড়িতে।
তবুও..
স্বপ্নের ঢেউ ভাঙ্গে হৃদয় নদীতে।

ভালোবাসার বিশাল ভূমিতে
ভিন্নভাবে আবদ্ধ...
কোথাও ছিন্ন, কোথাও ঘৃন্য
আবার কোথাও জীবনে গড়নের স্বপ্ন,
এভাবে চলতে চলতে হয়ে উঠা গড়া
তবুও...
স্বপ্নের ঢেউ ভাঙ্গে হৃদয় নদিতে।

স্বপ্ন সে তো ক্লান্ত নয়
জীবন যৌবন নিদ্রাময়
দৃষ্টি যেখানে পৌছে যায়
স্বপ্ন সেখানেই শস্য ফলায়
ইতি নেই।
তবুও...
স্বপ্নের ঢেউ ভাঙ্গে হৃদয় নদীতে।