সুখে থাকার ভাবনায়
এস এম জহিরুল ইসলাম

কাজ করি সুখে থাকার ভাবনায়
স্বপ্ন গুলো আশেপাশে ঘুরে বেড়ায়,
একটি দুটি বাস্তবায়নে ভাবতে যখন বসি,
অর্থহীন ভাবনা সবই যায় খসি।

দ্রব্য মূল্য বাড়ছে নিত্য
কাজের মূল্য নেই,
বছর ঘুরে বছর শেষ
বেতন বৃদ্ধির নাম নেই।

স্ত্রী যখন বাজার লিস্ট হাতে দেয় ধরিয়ে
শত চিন্তা আসে মাথায়, লিস্ট দিব কমিয়ে,
মলিন মুখে আসি যখন বাজার হতে ঘরে
এত কিছু কিনে আনি বউয়ের না মন ভরে।

চার বছরের বাচ্চা যখন,
কাছে এসে ড্যাবড্যাবিয়ে তাকায়,
মলিন হাসি হেসে দিয়ে
কোলে নিয়ে নানান কায়দায় হাসায়।

মায়ের ঔষধ ফুরিয়ে গেলে
কিনতে যখন যায়,
দোকান ওয়ালা বলে,
এখনসহ আগের মোট দুহাজার পায়।

মলিন হেসে ভরসা দিয়ে
বলছি নতমুখে,
দুদিন পরে বেতন পেলেই
সবই দিব চুকে।

01/09/2022
দারুসসালাম