নুতন করে জানতে চাই
এস এম জহিরুল ইসলাম
দীর্ঘ পথ আর পাড়ি দিতে পারছি না
হৃদয় এখন সাহারা মরুভুমি ধারন করেছে ।
মনে হবে তব, ধু-ধু আর মরিচিকা
আশাহীন, চাওয়াহীন মন কেন জাগাবে,
বল কেন পাশে থাকবে?
তুমি হৃদয়ভূমিতে চারা রোপন করে
তাতে জল দিয়ে বাচাতে চাও!
আমি খুশি, অনেক উদ্বেলিত হয়েছি,
সেখানে অনেকে তৃষ্ণার্ত হয়ে মরে কঙ্কাল হয়ে আছে,
তাদের কে জাগিও না,
তুমি একা রোপন করে তার ফসল নিয়ে যাও
কোন বাঁধা নেই, তাদের মতই বলেছ পাশে থাকবে।
শূন্য হৃদয় নিয়ে মুখ থুবড়ে পড়ে আছি মনোভুমিতে ,
তমি চেষ্টা কর সফল হবেই হবে...
আঁধার পৃথিবী আলোকিত হবে,
হবে হৃদয়ের অধিপতি
তুমি পাশে থাকবে বলে।
কখনও কোন নির্মম ঝড়ো হাওয়া লেগে
তোমার ভালোবাসার নরম শাখাহীন লকলকে গাছটা ভেঙ্গে দেয়!
আমার ভয় নেই,
তুমি ভয় পাবে কি ?
নুতন করে জানতে চাই,
তুমি পাশে থাকবে বলে।