নির্মল হই অন্তরে
এস এম জহিরুল ইসলাম
জাহিলিয়াতের নেশা ছিল
মদ্যপান, নারী আর নানা অপকাজ,
আকৃতিতে মানুষ হয়েও
অন্তরে ছিলনা কোন লাজ।
ধর্মের কাজ করত তারা
মহামনিষীর ছবি নিয়ে,
এসবই ছিল মিথ্যা, ছলনা
প্রানপনে বুঝাত মোহাম্মদ (সা.) বিনয়ে।
এসব মুশরিক
যুগের পরে রেখে গেল উত্তরসূরী,
তারাই এখন ধর্ম নিয়ে
করছে ধরাধরি।
আজকের দিনেও নানা কাজে
আছে জাহিলিয়াতের চিহ্ন,
শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েও
ধর্মকে করছি ভিন্ন।
সুদ, ঘুষ, জেনা, মিথ্যা প্রবঞ্চনা
ছেয়ে আছে সারা জগৎ,
মসজিদ, মন্দিরে, গীর্জায় বসে কর জলপনা,
কিভাবে হবে মহৎ।
পরিবার, সমাজ আর রাষ্ট্র
কোথাও নেই নীতি,
জোর জবরদস্ত করলে নিয়মে
আসবে না জগৎ এ প্রীতি।
অন্যকে না বলে,
আগে শিখি আপনে,
অন্তরে ধূলিকণা,
ধুয়ে মুছে করি পরিশোধন।
নির্মল বাতাস গ্রহণ করি
নির্মল হই অন্তরে,
বাধা, বিঘ্ন পায়ে ঠেলে,
আলোকিত মানুষ করি নিজেরে।