মিথ্যা অভিনয়
এস এম জহিরুল ইসলাম
বুকভরা আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম,
এসে দেখি সবকিছু বৃথা।
সারা জনম কাটিয়েছি তোমার পেছনে
শুধু তুমি আমার হবে বলে।
আমার ডাকে দিলে না তো সাড়া ?
কেন মিথ্যা অভিনয় করেছ ?
এতদিন ভেবেছি শুধু তুমি আমার হবে,
আজ দেখি তুমি কত দূরে।
বুকে গড়েছি বিষাদসিন্ধু, সয়েছি যন্ত্রনা,
তুমি আমার হবে বলে।
হলে না-
আমি তো বিরহে কাঁদিনা,
কাঁদে শুধু আমার “আমি’’
বুক ভরা আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম,
এসে দেখি সবকিছু বৃথা।
আজ নির্জন, নিরালায় বসে কাঁদি শুধু একা।