খানিক বৃষ্টিতে ভিজি
এস এম জহিরুল ইসলাম
মেঘাচ্ছন্ন আকাশে সন্ধ্যায় নব আধারে,
চারদিকে নিয়নবাতির আলোকময় জনব্যাস্ত শহরে।
আট প্রহর তব অদেখার তৃপ্ত বাসনায়,
বালুময় দুর্বাঘাস মাঠের প্রান্তে দাড়িয়ে তুমি আসবে আশায়।
পথের পানে অপলক নয়নে দেখি,
কত অচেনা পথিক আসে, কত যোগল দেখি।
হৃদয়ে কম্পন জাগে, দোলা দেয় কত স্বপন মনে,
তুমি আসলে বাঁধিব দক্ষিণ বাহুবন্দনে।
এখনি আসিবে বৃষ্টি এই ভেবে অস্থির মন,
তুমি আসিবে বলে আসনি তখন।
আসবেনা আর, তাই ভাংগা মনে কাঁদি,
নিথর হয়ে আসে পা দু খানি তাই খানিক বৃষ্টিতে ভিজি।
তুমি আসলে এই বৃষ্টি ভেজা সন্ধ্যা হতনা আজ কোন ইতিহাস।