যৌবনের শেষ প্রান্তে
এস.এম.জহিরুল ইসলাম

আমি এসেছি তোমার যৌবনের শেষ প্রান্তে
সঙ্গ দিতে চাই বেলা-অবেলায়
তোমার সান্নিধ্যে থেকে-
হৃদয়ভূবন সাজাতে চেয়েছি।
তুমি অজান্তেই যৌবনের অনেক সময়
বিলিয়ে দিয়েছ কালের গহŸরে,
স্থাপন করতে চেয়েছ পাত্রে-অপাত্রে।

তোমার এত মধুমাখা স্পষ্ট বাক্য
আর কালো কেশের এক মিষ্টি গন্ধ
সকালের ¯œান শেষে-
হৃদয় আমার ব্যকুল পিয়াসে।
কখনও তোমায় দেখতে চেয়েছি-
সূর্য অস্তগামী গগণ নীলিমায়,
স্পর্শ করেছি বিকালের নিবিড় সময়ে
গন্ডদ্বয়ে আলতো ছোঁয়ায়।

ধাপে ধাপে যৌবনের সৌন্দর্য্যকে
অনাবিল আকাশের মতোই মেলে দিলে,
অগ্নিঝরা এই দেহে-
কেউ নির্বিঘেœ জল ঢালতে আসেনি,
দূর থেকে তব যন্ত্রনা অনুভব করেছে,
এভাবেই দেখতে দেখতে,
স্পর্শ করতে করতে,
আমি এসেছি তোমার যৌবনের শেষ প্রান্তে।