এটা আমার লজ্জা
এস এম জহিরুল ইসলাম
প্রসব ব্যথায় যন্ত্রনাময়ী নারীর যে অনুভূতি
বুঝতে পারিনি
বুঝতে পারিনি হৃদয় ভাঙ্গার কত যন্ত্রণা
এটা আমার লজ্জা।
কত রক্তের বদলে-
আজকের লাল-সবুজের দেশ
কত ত্যাগ, ছিল ভালোবাসা।
বুঝতে পারিনি
এটা আমার লজ্জা।
তুমি ভালবেসে হৃদয় বিনিময় করতে চাইলে,
ভালোবাসার অনেক পথ পেরিয়ে আমার কাছে এলে,
তোমার নরম ঠোঁটে আমার গন্ডদ্বয় চুম্বন দিতে চাইলে,
বুঝতে পারিনি
এটা আমার লজ্জা।
তুমি অনেক হারিয়ে শোকে কাতর
নয়নে জল টলমল,
মিথ্যে ছলনায় হাসাতে চেয়েছি
আমি বুঝতে পারিনি
এটা আমার লজ্জা।
তোমায় ভালোবেসে স্বপ্ন পূরণ করতে
বলিয়ানভাবে শপথ নিয়েছি।
জন্মান্তরের বাঁধনে বেঁধে
তোমার কষ্ট লাঘব করব,
স্বপ্নের বাসর নানা বাহারের ফুল দিয়ে সাজিয়ে,
তুমি হেসেছিলে
আমি বুঝতে পারিনি,
এটা আমার লজ্জা।