বাহু বন্ধনে
এস এম জহিরুল ইসলাম
এইতো কি জাদুভরা তোমার হাসি
যেন মুক্তা ঝরে।
আমি আত্মহারা হয়ে যাই
ওগো মনোহরীনি প্রিয়তমা আমার।
সন্ধ্যা শেষে,
যখন যামিনী আসিবে তোমার কুলে দিও ঠাঁই
ওগো অনুপমা !
আমি নিরবে শান্ত হয়ে নিদ্রা দিব কণ্ঠে হাত জড়ায়ে।
কোমল হাতের স্পর্শে আমার যোগল বাহ
তোমার দক্ষিণ বাহু দ্বারা করিবে মলয়,
আর বন্ধনে মিলনে আবদ্ধ হয়ে শান্ত হবে,
আমারে রাখিবে বক্ষ পরে তব বাহু আবরণে জড়ায়ে।