মৃত্যুর প্রশ্ন যখন আপন সন্তানের মতো সামনে এসে দাঁড়ায়
চঞ্চল দাপুটে কুটিল দানব থেকে আমি মানুষ হয়ে উঠি
অতপর বাড়ির পাশে উষর শান্ত নদীর মতো আকাশী জলধারায় বয়ে চলি
এই পৃথিবীর কোন কিছুতেই আমার মন থাকেনা।
অদূরে বর্ণিল আলোকসজ্জা, প্রাপ্তির জলসায় আনন্দনৃত্য
এবং বেমালুম ভুলে থাকা অতনু প্রস্থান।
ভবঘরে যে এসেছে; কেমন উন্মত্ত ব্যাকুল মুহূর্ত সাদরে গ্রহণ।
আর যে ছিন্নমূল ঘর-সংসার পৃথিবী;
কেউ খোঁজ রাখলো না তার।
বস্তুত, এখানে খোঁজ রাখেনা কেউই।
তবুও কেন চেয়ে থাকার এই অনর্থক প্রচেষ্টা ?
এই শহুরে রাস্তায় অযাচিত যানজট; লালবাতির নিরন্তর সংগ্রাম
সুদীর্ঘ সেতুর পর ফের ছুটে চলা বিরামহীন।
আকাশ সীমানার রাজত্ব; দ্বন্দ্ব-সংঘাত রক্তক্ষরণ,
পথের কুকুরের মতো নির্লজ্জতা, ভারসাম্যহীন জীবনযাপন
অথচ মৃত্যুর প্রশ্ন যখন ভাবনার মুখোমুখি এসে দাঁড়ায়
আমি চঞ্চল দাপুটে কুটিল দানব থেকে মানুষ হয়ে উঠি।
১৭.০৩.২০১৫ ইং