ফাগুনের কাঠফাটা রোদ্দুরে রুক্ষচরে মূর্তমান যুবতী নদী
জীর্ণশীর্ণ প্রাণহীন ফলজ বৃক্ষ--নিষ্প্রভ লোকালয়।
সেই চরের বুকে এখন শুধুই জলের প্রার্থনা
সেই বৃক্ষের বুকে এখন শুধুই জলের প্রার্থনা
সেই লোকালয়ে এখন শুুুুধুই জলের প্রার্থনা
অনুরূপ যখন চলে যাও তুমি এক’পা দু’পা করে
আমাতে নেমে আসে গ্রীষ্মের দাবদাহ খরা
আমাতে দৈব শুরু হয় পোড়া মাটির গন্ধ
গহীন অরণ্যের মৃত্যুপ্রায় হরিণ শাবকের মত মনোলোকে ছটপট করে তৃষাতুর পাখি।
তখন আমার হৃদয়ে শুধু তোমার প্রার্থনা
তখন আমার পরিচিত পথে শুধুই তোমার ফিরে আসার আর্তি ...
তোমার উপেক্ষার রোদ্দুরে রুক্ষচরে মূর্তমান আমার অন্তর্গত নদী।
০৯.০৬.২০১৫ ইং।