মানুষ ভুল করেই সংশোধন হয় নাকি সংশোধন হওয়ার জন্যই ভুল করে? ভুলে কি কেউ পথ হারায় নাকি পথের শেষে হারায় নিজেকে? ভুল মূলত আনুষঙ্গিক; ভুলেই ফুল ফোটে। ভুলে ভুলে যেজন শুদ্ধতার পথে বর্তমান, পৃথিবী তার জন্য রচনা করে নতুন পথ যা ভুল ফুলে নিষিক্ত ছিল এতোদিন।
১৮.১১.২০১৪ ইং