নিশীথ হৃদয়ে যখন প্রেমের পদ্ম ফোটে
একফোঁটা স্বচ্ছ শিশির সঙ্গোপনে মিশে
পদ্মবুকে ঠাঁই নেই শূন্য বাঁধন টুটে।
তারা খুঁজে পায় জীবনের সুখবারতা
বাতাসের মৃদু কম্পন; তুষারাবরণে
রাত্রি পায় অন্ধকারে নিগূঢ় নিরবতা।
পৃথিবীর পথে পথে; অমিয় ব্যাপনে
সহস্রাব্দের তৃষিত প্রাণে জাগে কম্রনেশা
সার্থকতা পায় তিমির স্বপ্নীল স্বপনে।
কতকাল ধরে পদ্ম-শিশিরের মিতালী
জানে না কেউ পদ্মবুকে প্রেম কতখানি
শতাব্দীর বুকে শুধু ভ্রান্তি আধফালি।
নিশীথ হৃদয়ে যখন প্রেমের পদ্ম ফোটে
সে নিবিড়ঘন কাল ছিঁড়ে সূর্য কি করে ওঠে !
২৩.০১.২০১৫ ইং