তোমার হৃদয়ের কাছে আমার উপস্থিতি
জেনে যাবে ভোরের আকাশ;
প্রথম সূর্য
নিজেকে যদি গুটিয়ে নিতে চাও--অনায়াসে পারো
তবুও তোমার হৃদয়ের কাছে আমার উপস্থিতি
জেনে যাবে এই মর্ত্যলোকের মানুষ।
চতুর্দিক কোলাহলশূন্য ;নিরাগ নিশীথ
বিহ্বল আকাশের তারায় তারায় যখন বিচ্ছেদ
হীমশীতল জ্যোৎস্নার চিবুক বেয়ে নেমে আসি তোমার চিলেকোঠায়
তবু আমার অস্তিত্বে তুমি বড্ড বেখেয়াল-
দূরের মাদাগাস্কার দ্বীপে আমি নির্বাসিত হলেও
তোমার গহীনে বুনে যাব সারস্বত স্বপ্নের বীজ।
২১.০৫.২০১৫ ইং