গন্তব্য
নদীর এপাড় হাঁটছি একা, নুড়ি কুড়াই পেলে-
ওপাড়েই মূল আবাসন দু’চোখ জুড়িয়ে গেলে।
শূন্য পারাবার
যত কিছু হারিয়েছি, তার সবই কি ছিল হারাবার-
সব হারিয়ে আমার ভিতর শূন্য পারাবার।
নদী
আমি থাকি--এই উলঙ্গ নদীটির দিকে চেয়ে
ঢেউয়ের তরুণ উল্লাস দেখে কেটে যায় বেলা
দক্ষিণা বাতাস সমুদ্রবুকে শিহরণ তোলা মেয়ে
গভীর সঙ্গমে নিত্য চলে ভাঙ্গা গড়ার খেলা।