গোপন দুঃখ গোপন হতে হতে
পাহাড় হয়ে প্রকাশ নেবে পথে
এক নিমিষে সবাই করবে পাঠ
মুহূর্তে রটে যাবে সমগ্র-তল্লাট।
দুঃখ পেলে গ্রহণ করো হেসে
কিংবা বলো নদীর কাছে এসে।
জ্যোৎস্না-নিশীথ পদ্মপাড়ে যাও
বৃক্ষের কাছে বলতে পার তাও
কেউ যদি পায় বেদনার্ত আভাস
হেলায় হেলায় করবে উপহাস
এদিক ওদিক মিথ্যে কানাকানি
বাড়বে আরো দুঃখ ব্যথা গ্লানি।
তারচে ভালো গাঁয়ের মেঠোপথ
একলা হাঁটো ছায়ানটে; অশ্বথ
চেয়ে দেখো নীরব প্রকৃতিকে
তার বুকে দাও সকল দুঃখ লিখে।
গোপন দুঃখ গোপন হতে হতে
পাহাড় হয়ে প্রকাশ নেবে পথে;
তখন কিসে সাধ্য আছে বাঁচায়!
বন্দি আঁধার জীর্ণশীর্ণ খাঁচায়।
০২.০৫.২০১৫ খ্রিস্টাব্দ