পৃথিবী থেকে মানবিক বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে,
সবকিছু দখল পাচ্ছে নষ্টদের খসড়ায়,
রাষ্ট্রীয় মসনদে ক্রমশ আত্নপ্রকাশ করছে ভয়ার্ত-বিকৃত মুখোশ,
যতকিছু সত্য এবং সুন্দর; মানুষ ভুলে যাচ্ছে ঐসবের স্তবগান
মূলত এই মাটির পৃথিবীতে আর জন্মায় না কোন মানবিক বৃক্ষ....
অনিয়ম দাবদাহ খরা; ফেটে চৌচির মানবতার জমিন।
দৈহিক শ্রমে গড়া প্রাগৈতিহাসিক থেকে ক্রমান্বয়ে আজকের সভ্যতা
মৃত মানুষের মত ঘুমিয়ে আছে দ্বিধাহীন।
সমাজ সংস্কারের নামে চলছে আধিপত্য বিস্তারের দস্তখত
এবং ভুমিষ্টের আগে নষ্ট হচ্ছে অবৈধ ভ্রুণমূল।
এই বিস্তীর্ণ আকাশ তলে ছায়াহীন রৌদ্রোদ্বেগ;
ক্রমশ বাষ্পীভূত বিশ্বস্থ নদী
আধুনিকতা এবং যুগোপযোগী;নগ্নতার স্বীকৃতি স্বরূপ অশ্লীল কবিতার আসর
ধর্ম এবং সীমারেখা___কিছু অবান্তর প্রশ্ন তুলে সম্মাননা পাচ্ছে তথাকথিত রাষ্ট্রীয় উন্মাদ
মানবতা এবং মূল্যবোধ__চেতনার কথা বলে ভেঙ্গে ফেলা হচ্ছে সভ্যতার প্রাচীর
অথচ এসবকেই বলা হচ্ছে যুগের আধুনিকায়ন।
এখন যারা পত্রিকা পড়ে__ মূলত ভুল শিখেই বয়স্ক হচ্ছে দিন দিন
এবং যারা প্রবীণ ইতিহাসবেত্তা; নতুন প্রজন্মের জন্য লিখে যাচ্ছে বিকৃত অবৈধ পুস্তক
বিশ্বের শান্তিকামী দলগুলো নিষিদ্ধ হচ্ছে,
সবখানে চলছে যান্ত্রিক হস্তক্ষেপ
তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী;
ধ্বংসাবশেষ থেকে ফের জন্ম নেবে দানববিশ্ব।
পৃথিবী থেকে মানবিক বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে
নগরে-বন্দের রাজত্ব করছে কতিপয় হিংস্র হায়েনা আর উন্নত শকুন।