চিলেকোঠায় হেলে পড়ে রোদ বিকেলের
বন্দরনগরীর সবগুলো কার্গো মুখে গন্তব্য নিয়ে ক্রমাগত ছুটছে
পর্বতারোহী যেমন বিভোর জয়ের নিশান হাতে
কিংবা রণাঙ্গণে অশ্বারোহী;
এখানেও শহুরে ব্যস্ত মানুষগুলো সেই ধারাবাহিকতা বজায় রেখে জীবনের গান ধরে
অথচ আমি চিলেকোঠায় হেলে পড়া রোদ্দুরে জীবনের হিসেব কষি
শেষ না হতেই আঁধারে ঘনিয়ে আসে অস্তাচল।
০৭.০৬.২০১৫ খ্রি:
চট্টগ্রাম