তোমাকে ভুলে থাকা এত সহজ নয়
বুঝে গেছি আমি লক্ষ বছর আগে
তাইতো রোমন্থন করি প্রবল আবেগে
শীতের রাতে কম্বলের নীচে প্রচন্ড কম্পনে
বালিশের আর্দ্রতায় শুকানো ক্রন্দনে
তোমাকে ভুলে থাকা এত সহজ নয়
তাইতো আমি ভুলতে চাইনা কষ্টের তীব্রতায়
তুমি মিশে আছো স্বর- ব্যঞ্জন বর্ণনায়
আমার লেখা কোন দূর্বোধ্য কবিতায়
কখনো অনুপ্রাস, কখনো উপমায়
তোমাকে মনে হয়না ভুলে যাবো এত সহজে
তাইতো চেষ্টা করেও থেমে গেছি বহুবার
তুমি রাতের আঁধারের মত শাশ্বত
তুমি নির্ঘুম রাতের মত জাগ্রত
তুমি বেঁচে থেকেও মৃত মহাশ্মশান
যদিও তোমাকে ছাড়াই এই রাত পোহাবে
আলো এসে থামবে চিলে কোঠার দেয়ালে
দিন রাঙাবে রাতের সমাপ্তিতে
হয়তো কোনকিছু থামবেনা তোমার অনুপস্থিতিতে
হয়তো জীবন কেটেই যাবে আমার জীবন্মৃত হয়ে