তাকধুম ধুম তাকধুম ধুম
বন্ধু তোরা কই,
আজকে এল দিন যে ভোটের
চলরে সকল সই।
অনেক দিনের মনের আশা
আগামী স্বপন বুকে,
মায়ের ভালোবাসার তরে
ভোট দেই মহাসুখে।
বাংলা মায়ের উন্নয়নে
যে জন ব্রত রয়,
লক্ষ শহীদের রক্তের ঋণ
স্মরণেতে নিশ্চয়।
দেশদ্রোহী ঐ হায়েনা
রক্ত খাদক পিশাচ,
বুঝবি তোরা নির্বাচনে
মায়ের প্রেমের আঁচ।
আর নয় ঘুম বেলা যায় বয়ে
মাকে ভালোবাসো যে,
যোগ্য নেতা নির্বাচনে সবাই
ভোট দেবে তাকে।
উজ্জল সোনালী বাংলা গড়া
মননের অঙ্গীকার,
নতুন শিশুর আগামী নেতৃত্বে
সেই তো দাবিদার।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/২২ রবিউস সানি ১৪৪০ হিজরী/৩০ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।