(লতা মঙ্গেশকর এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে "এক পেয়ার কা নাগমা হ্যায়" এর সূরে--)
এক ভালবাসার এই গান, এক জীবনের এই গান
এক ভালবাসার এই গান, এক জীবনের এই গান
তোমার আমার গল্প ছাড়া আর কিছু নয় মহান
এক ভালবাসার এই গান, এক জীবনের এই গান
তোমার আমার গল্প ছাড়া, আর কিছু নয় মহান
এক ভালবাসার এই গান।
কিছু আসবে এই জীবনে, কিছু চলে যাবে ক্ষণে
জীবনের মানেই তো, আসা আর যাওয়া ভূবনে
স্বল্প এ জীবনে থেকেই, গাইতে হবেই জয়গান
তোমার আমার গল্প ছাড়া, আর কিছু নয় মহান
এক ভালবাসার এই গান।
তুমি নদীর স্রোতধারা, আমি তীর যে দিশেহারা
তুমি আমার দিবানিশী, আমি তোমার পূর্ণশশী
কামনার ঐ তৃষ্ণা সুনীল, সায়রে তে ধাবমান
তোমার আমার গল্প ছাড়া, আর কিছু নয় মহান
এক ভালবাসার এই গান।
ঝড় আসবেই জীবনে, চলে যাবে সে পরক্ষণে
মেঘ মালার এই বৃষ্টিঢল, চলে যাবে সেই উর্মিদল
কিছু স্মৃতি অমর রয়, কিছু চিহ্ন বহমান
তোমার আমার গল্প ছাড়া, আর কিছু নয় মহান
এক ভালবাসার এই গান, এক জীবনের এই গান
তোমার আমার গল্প ছাড়া, আর কিছু নয় মহান
এক ভালবাসার এই গান।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০২ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/১৯ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/১৭ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।